সকাল থেকেই বৃষ্টির পালা শুরু, আকাশ হারানো আঁধার জড়ানো দিন। আজকেই যেন শ্রাবন করেছে পণ, শোধ করে দেবে বৈশাখী সব ঋণ। রিমঝিম ঝরে অঝোরে অন্ধ ধারা, ঘনবর্ষণে আপাত আত্মহারা। পৃথিবীতে যেন দিন নেই , রাত নেই , স্তম্ভিত কাল মেঘ-মায়ালোকে লীন। পাথরে পাথরে উঠছে জলের ধোঁয়া, উঁচু গাছগুলি মাথা নিচু করে চুপ: বস্তুগলিত তরলিত এই দিনে , সেই ভালো হয়…
Category: poetry
জন্মদিন
জন্ম হয়েছিল কখন , কোনদিন,কোন বছর ? কি করে কেটেছিল বাল্য,কিশোর,বসন্তের দিন , বর্ষাভোর ? এখনো দুই পায়ে শিকল পরে আছি , এখনো প্রতি পদে অন্তরীণ, যেদিন আলো হয়ে আকাশ ছুঁয়ে দেব , সেই মুহূর্তেই জন্মদিন। কেমন ছিল আমার পড়ার ঘরখানা , খেলার মাঠ আর তানপুরা, কে আমার সংগীত , কে আমার পথভোলা , কাছের জন কোন বন্ধুরা ? দেখেছি…